নাগরাকাটার ধরনিপুর চাবাগানে ১৮৪ জন শ্রমিককে মৃত টাকা তুলে নিয়েছে একশ্রেণির দালাল চক্র।সেই বিষয় নিয়ে রবিবার বিকেল চারটা নাগাদ ধরণিপুর চাবাগানে গিয়ে প্রতারিত শ্রমিকদের সাথে দেখা করে তথ্য সংগ্রহ করল অখিল ভারতীয় বিকাশ পরিষদের নেতারা। কিভাবে তাঁদের পিএফ ও ইডিএলআই এর টাকা মৃত দেখিয়ে আত্মসাত করা হয়েছে তা তারা শ্রমিকদের কাছ থেকে জেনে নেন।