মধ্য গোলেনাওহাটি এলাকায় বিকেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। এদিন বিকেলে মধ্য গোলেনাওহাটি এলাকার ১৮২ নম্বর কেন্দ্রের কর্মী ডিম দিতে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ প্রায় দিনই সময় শিশুদের খাবার ঠিকমতো দেওয়া হয় না, আবার কোনোদিন কেন্দ্র খোলা হয় না। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।