ভাতার থানার কালীপুজো সম্পূর্ণভাবে অন্যরূপে হয়, মহালয়া দিনে মায়ের বিসর্জন হয়। বৃহস্পতিবার ৫:৩০ মিনিটে স্থানীয় এক ব্যক্তি জানালেন আজ থেকে শুরু হলো মায়ের মূর্তি তৈরীর কাজ। একদম অন্য নিয়ম নীতি মেনে ভাতার থানার কালীপুজো অনুষ্ঠিত হয়।। কালী পূজার সময় মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এরপর বিসর্জনের দিন ঘটের বিসর্জন হয়। সারা বছর মায়ের মূর্তির পূজা করা হয়। আর মহালয়ার দিনে মায়ের বিসর্জন হয়।।