বংশীহারি ব্লকের pmgsy রাস্তা থেকে তল্লা কুড়ি পর্যন্ত পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন হলো বিকেলে ৪:০০ টায়,উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার মন্ত্রী বিপ্লব মিত্র। এই রাস্তার বরাদ্দকৃত রাস্তার অর্থের পরিমাণ ৬৮লক্ষ ৭০ হাজার ৭২৮ টাকা, ফিতে কেটে মন্ত্রী এই রাস্তার উদ্বোধন করেন উদ্বোধনের পর মন্ত্রী তার ভাষণে বলেন এই অঞ্চলে প্রায় প্রত্যেকটি রাস্তায় পাকা করা হয়েছে আজ তল্লা কুড়িতে এই রাস্তার উদ্বোধন হলো। জানা যায় তল্লাকুরি তে মোট তিনটি রাস্তার উদ্বোধন করলেন