শুক্রবার বিকেলে বালুরঘাট বালুছায়া অনুষ্ঠান ভবন থেকে জেলার হিলি ব্লকের চারটি পুজো উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো। হিলি ব্লকের বিপ্লবী ক্লাব, সীমান্তশিখা, যজ্ঞতলা ও অমর ফ্রেন্ড স্টাফের পুজো উদ্যোক্তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।