প্রসঙ্গত কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রুটে ন্যারোগেজ ট্রেন লাইন ছিল। চলতো ছোট ট্রেন। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন সেই ন্যারোগেজ লাইনকে ব্রডগেজ লাইনের শিলান্যাস করেন। এর মধ্যে গড়িয়েছে বহু জল। বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত হয়েছে ব্রডগেজ লাইন। ট্রায়াল রান হওয়ার পরও আজ অব্দি চালু হয়নি ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে আগামীকাল সেই লাইন পরিদর্শনে আসছেন ইস্টার্ন রেলের ডিআরএম।