রায়গঞ্জ বিধানসভার ৮ নং বাহিন অঞ্চলের উত্তর সোহারই এফপি স্কুলে রায়গঞ্জ লাইন্স ক্লাবের সহযোগিতায় শনিবার বিনামূল্যে ছানিমুক্ত চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত থেকে চশমা বিতরণ করেন। তিনি জানান, এখন পর্যন্ত ৮টি ক্যাম্পে ১২০০ জনের চোখ পরীক্ষা হয়েছে, ৫৩১ জন চশমা পেয়েছেন, ৩২৪ জনের ছানি অপারেশন হয়েছে। এদিনের ক্যাম্প থেকেও যাঁদের ছানি ধরা পড়বে, তাঁদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।