গোপীবল্লভপুর ২ নং ব্লকের পাইকআম্বী গ্রামে সোমবার ঘরের ভিতরে একই ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মা এবং সাড়ে তিন বছরের শিশুর দেহ। আর এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোন ভাবে নিজের হাতে সন্তানের মৃত্যু হলে প্রচন্ড দঃখ,কষ্টে আত্মঘাতী হয়েছে মা।তবে এই ঘটনার পিছনে কারন ঘিরে রয়েছে ধোয়াশা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আত্মঘাতী ওই মহিলার নাম শিবানী দেহুরী ।