পূর্ব মেদিনীপুর জেলার সাবাজপুটে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধান বোঝা লরির পুকুরে উল্টে যায় এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় তিনজনের মৃতদেহ আজ কাঁথি হসপিটালে ময়না তদন্ত করা হয় | পরে মৃত তিনটি বাড়িতে ফিরিয়ে আনা হয়, মৃত তিনজনের বাড়ি রামনগরে সটিলাপুরে |মৃত তিনজনের নাম হল গৌতম সিট দেবাশীষ শীট ও শুকদেব সিট তিনজনের বাড়িতে গিয়ে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রামনগরের বিধায়ক অখিল গিরি |