আসন্ন শারদীয় দুর্গা উৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য ত্রিপুরা বিদ্যুৎ নিগম সাব্রুম শাখা থেকে মেইন লাইনে সারাই এর কাজ জোর কদমে চলছে। আজ সকাল ১০ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত শাট ডাউন দিয়ে কাজ করছেন বিদ্যুত দপ্তরের কর্মীরা। আজ সাবরুম - আগরতলা ৮ জাতীয় সড়কে দমদম থেকে জলেফা ৬৬ কেভি মেইন লাইনে কাজ চলছে। শাটডাউন দিয়ে এই কাজ চলছে