আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। যানা যায় গতকাল রাতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত দামছড়া থানাধীন বন্দীটিলা এলাকায় নাইট মোবাইল ডিউটি স্টাফ নাইট পেট্রোলিং চলাকালীন বন্দীটিলা এলাকায় রাস্তার পাশে TR05G0723 নম্বরের একটি গাড়ীকে দাঁড়ানো অবস্থায় দেখলে পলিশের সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ সেই গাড়ীটিতে তল্লাশি চালালে তার ভেতর থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়।