Canning 1, South Twenty Four Parganas | Sep 11, 2025
চিনের গ্র্যান্ড লিসবোয়া এবার ক্যানিংয়ে। গ্র্যান্ড লিসবোয়া চিনের ম্যাকাও শহরের সবচেয়ে উঁচু ভবন। মূলত হোটেল ও ক্যাসিনো রয়েছে এই ভবনে। এবার সেই গ্র্যান্ড লিসবোয়ার আদলে নিজেদের ৪৩ তম বর্ষের মন্ডপ সজ্যা করছেন ক্যানিংয়ের রাজারলাট পাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোক্তারা। পাশাপাশি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়কে এখানে শ্রদ্ধা জানাতে তাঁর বিভিন্ন সৃষ্টিকে তুলে ধরা হয়েছে।