আগামী ১-৪ সেপ্টেম্বর বারবিশা হাইস্কুলে অনুষ্ঠিত হবে ৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার বারবিশা হাইস্কুলে প্রস্তুতি সভা করে অর্গাইজিং কমিটি গঠন করা হল। অর্গানাইজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বারবিশা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার।