পুকুরে স্নান করতে এসে নিখোঁজ এক যুবক ঘটনা পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের নেকড়ে গ্রামে। পুকুরপাড়ে যুবকের পরিধানের কাপড়,মোবাইল ফোন, এবং পায়ের চটি পড়ে থাকা ও প্রত্যক্ষদর্শী এক নাবালক কিশোরের কথা অনুযায়ী অর্ধেন্দু পান্ডা নামে বছর ৩৫ এর ওই যুবক নেকড়ে গ্রামের পন্ডা পুকুরে তলিয়ে যায়। ঘটনাস্থানে বলরামপুর থানার পুলিশ, উদ্ধার কার্যের জন্য খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।