এবার দুর্গোৎসবে চমক দিতে চলেছে মালদার আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাব। অভিনব ভাবনায় তারা গড়ে তুলছেন দুর্গাপুজোর মন্ডপ। বাবুই পাখির বাসার আদলে তৈরি হচ্ছে মন্ডপ, আর প্রতিমা গড়া হচ্ছে তালপাতার সাহায্যে,ক্লাবের সদস্যরা জানাচ্ছেন, কোনো নামী শিল্পী দিয়ে নয়, স্থানীয় এক শিল্পীর ভাবনাকে নিজেদের হাতে ফুটিয়ে তুলছেন তারা। দিনরাত পরিশ্রম করে ক্লাব সদস্যরাই গড়ে তুলছেন এই অভিনব মন্ডপ। পুরো মন্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ।