সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধানে বিজয় চতুষ্পাটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শহর বর্ধমানের নতুনগঞ্জ টোল বাড়িতে। মূলত দুর্গাপুজোর মন্ত্র পাঠ চণ্ডীপাঠ সংস্কৃত মন্ত্র উচ্চারণ পাঠ শিখতেই এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জনের উপর উপস্থিত হয়েছেন প্রশিক্ষণ শিবিরের শিক্ষা নিতে। এইশিবিরে মহিলারাও অংশগ্রহণ করেছেন। এই শিবিরের প্রশিক্ষক পন্ডিতেরা জানিয়েছেন এখানে মেয়েদেরকে ও চণ্ডীপাঠ দুর্গা শ্লোক বেদ বেদান্তর ব্যাকরণ শিক্ষা নিতে উপস্থিত হন