পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর বুধবার অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালিয়ে নিতুড়িয়া থানার অন্তর্গত দূর্গাপুর, আমাইডি,অযোধ্যা,দুধিপাণি,কালিপাথর সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে ১০লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ ১৫০লিটার তরল বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল। আবগারি দফতরের এক আধিকারিক জানান এই ধরনের অভিযান চলবে।