দুনিগ্রাম স্কুলে অভিনব উদ্যোগ, এবার শিক্ষকরাও ইউনিফর্মে স্কুলের গণ্ডি মানেই চোখে ভেসে ওঠে সারি সারি ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম পরে ক্লাসে যাওয়া-আসার দৃশ্য। কিন্তু শিক্ষক-শিক্ষিকারাও যদি স্কুল ড্রেস পরে ক্লাস নেন, তা হলে কেমন লাগে? একেবারে নতুন সেই ছবিই ধরা পড়ল বীরভূমের দুনিগ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। মঙ্গলবার থেকে এই বিদ্যালয়ে শুরু হয়েছে অভিনব উদ্যোগ। ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাল মিলিয়ে এবার শিক্ষক-শিক্ষিকারাও নির্দিষ্ট রঙের পোশাক পরে স্কুলে আসছেন।