আগামী ৬ ই সেপ্টেম্বর কালা দিবস পালন উপলক্ষে আক্রোশ মহারেলি কে সামনে রেখে বিনপুর 2 ব্লকের ভেলাইডিহা অঞ্চলের ভাঁড়ুর গ্ৰামে হল আদিবাসী কুড়মি সমাজের প্রস্তুতি সভা। সোমবার রাতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আদিবাসী কুড়মি সমাজের সমাজ আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এদিন। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য যুব সম্পাদক তুহিন মাহাত,বেলপাহাড়ী ব্লক কমিটির সমাজ নেতৃত্ব সহ স্থানীয় সমাজ নেতৃত্ব ও সমাজের মানুষ জন।