আসানসোলে সাংবাদিক সম্মেলন করলেন সমাজসেবী কৃষ্ণা প্রসাদ, বললেন জেলার ৭ বিধানসভায় ছটপুজোর সামগ্রী দেওয়া হবে ভক্তদের আসানসোলের কাল্লা এলাকার সমাজসেবী কৃষ্ণা প্রসাদ আজ দুপুর ২টায় নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন। কৃষ্ণা প্রসাদ জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার ৭টি বিধানসভা অর্থাৎ আসানসোল উত্তর দক্ষিণ, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবানী এবং দুর্গাপুরের একটি বিধানসভায় ইচ্ছুক ছট ব্রতীদের দেওয়া হবে ছট পুজোর সামগ্রী বলে সাংবাদিকদের জানালেন সমাজসেবী কৃষ্ণা প্র