রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিতোরপুর এলাকায় চিতোরপুর মহিলা সার্বজনীন দুর্গোৎসব পুজোর আয়োজিত হল খুঁটি পূজা। এদিন ঢাক ঢোল এর সহিত পুরো নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো পুরোহিত দ্বারা পুজো আরাধনার মধ্যে দিয়ে এদিন এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ওই পুজো কমিটির সেক্রেটারি বাসন্তী রায় সহ অন্যান্য কর্মকর্তারা। পুজো কমিটির সেক্রেটারি বাসন্তী রায় তিনি বলেন এই বছর তাদের পুজোর সপ্তম তম এবং এলা