ঘটনাটি রবিবার রাতে হরিপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে মৃতের নাম নলিন বর্মন (৫৩) । তার বাড়ি বেগার খাতা এলাকায়। জানা গেছে দূর্গা পূজা উপলক্ষে হরিপুর এলাকায় মেয়ে জামাইকে নেমন্ত্রণ করতে এসেছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়িতে ফেরার পথে দ্রুতগতির একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারে। হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরই দেহটি তুফানগঞ্জ থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়।