দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকে আবারও উন্নয়নের ছোঁয়া। শুধু মুখের প্রতিশ্রুতি নয়, কাজে দেখিয়ে দিচ্ছেন প্রকৃত জন প্রতিনিধি—এমনই মন্তব্য এলাকাবাসীর। জেলার সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের উদ্যোগে মালিগাঁও অঞ্চলের নানাহারপাড়া এবং উদয়পুরের চৌরঙ্গী মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বসানো হল সৌর বিদ্যুৎ চালিত উচ্চ পথবাতি।