বিদ্যুতের শক খেয়ে আহতো হয়। এক গৃহবধূ সহ তার দুই বছরের ১ শিশু বাচ্চা । এরপর আহতো ওই শিশু বাচ্চা সহ গৃহবধূকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে বিদ্যুতের শক খেয়ে আসতো ওই গৃহবধূর নাম রুপ শ্রী রায় মজুমদার।বয়স 35 বছর। ও শিশু বাচ্চাটি নাম প্রিয় শ্রী মজুমদার।বাড়ি গাজোল ব্লকের অলতোর কৃষ্ণপুর গ্রাম এলাকায়। শুক্রবার বৈকাল চারটে নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর বাড়ির উঠোনের মধ্যে কা