প্রায় এক মাস ধরে চলা "বলরামপুর সোসার লিগ" নামে ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হলো শনিবার বিকালে।কদমডি হারকেত নাচার সুসার গাওতা এবং বনবাঁধা জিয়ার ঝর্ণা ক্লাব ফুটবল দলের ফাইনাল ম্যাচের মাধ্যমে।টান টান উত্তেজনায় ভরা ম্যাচে ১ - ০ গোলে বিজয়ী হয় কদমডি হারকেত নাচার সুসার গাওতা।