কেউ রেশন সামগ্রী নিয়ে, আবার কেউ অঙ্গণওয়ারি সেন্টার থেকে খিচুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারে। আচমকা ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে আসা রায়গঞ্জ মুখী পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন ১০ মাসের এক শিশু, গর্ভবতী সহ ৬ জন মহিলা পুরুষ। বুধবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের খিসাহার এলাকায়। জখম ৬ জনকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করেন চিকিৎসক। স্থানীয়রা মোষ বোঝাই পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিসের হাতে তুলে দেন।