কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা বার হল রবিবার সন্ধ্যায়। কল্যাণীর অন্যতম বড় এবং খ্যাতনামা পুজো এই লুমিনাস ক্লাবের। প্রতিবছর পুজোর বিভিন্ন রকম থিমে চমক দেয় কলকাতার বড় বড় পূজো কমিটিকে, এবছর লুমিনাস ক্লাবের থিম ছিল মায়ানমারের সিমবিউম প্যাগোডার আদলেই তৈরি করা হয় পূজা মন্ডপ। কল্যাণীর অন্যান্য পুজো কমিটির প্রতিমা বিসর্জন হলেও রবিবার স্পেশালভাবে লুমিনাস ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা বার করা হয় বর্ণাঢ্য আয়োজনে।