দক্ষিণ দিনাজপুর: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার জেলা জুড়ে বিভিন্ন ব্লক ও টাউন কমিটির সভাপতি-সহ সভাপতিদের নাম ঘোষণা করা হয়। কুশমন্ডি ব্লকের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন করিমুল ইসলাম। দুপুর বারোটায় আনুষ্ঠানিক ঘোষণা হতেই করিমুল অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রে জানা গেছে, এটি তাঁর দ্বিতীয়বারের মতো ব্লক সভাপতির দায়িত্ব গ্রহণ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, করিমুল ইসলামের নেতৃত্বে কুশমন্ডিতে দল আরও মজবুত হবে।