৯ মাস আগে শেষ হয়েছে কাপাশিয়া অঞ্চলের বীরাঙ্গনা সংঘের পুরানো বোর্ডের মেয়াদ। কিন্তু এখনো হয়নি নতুন বোর্ড গঠন। এমনকি অনিয়মের অভিযোগ উঠায় মাঝ পথে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন। ফলে শুক্রবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে দ্রুত স্বচ্ছ নির্বাচনের দাবিতে সরব শতাধিক স্বনির্ভর দলের মহিলারা। জানা যায়, ইটাহার ব্লকের কাপাশিয়া অঞ্চলে বীরাঙ্গনা সংঘের অধীনে মোট ১২ টা সংসদে সবমিলিয়ে স্বনির্ভর দল রয়েছে ৫৫৩ টি। বীরাঙ্গনা সংঘের বোর্ডে রয়েছেন ১২ জন সদস্য।