দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে প্রবল ঝড়-বৃষ্টিতে বড়সড় বিপত্তি। শনিবার দুপুর আড়াইটা নাগাদ বালুরঘাট পৌরসভার সামনে একটি পুরনো গাছ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর দু’টো নাগাদ শহরে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যে আচমকা পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা একটি পুরনো গাছ ভেঙে রাস্তার উপর এসে পড়ে। ঘটনাস্থল দিয়ে সে সময় কয়েকজন পথচারী এলাকায় ছিলেন ।