ধৃতের নাম দিবেন্দু নাগ। পূর্বস্থলী থানার তামাঘাটার মাজিদা এলাকায় তার বাড়ি। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকেই উদ্ধার হয় অপহৃতা কিশোরী। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম। না হয়ে থাকলে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য তদন্তকারী অফিসারকে নিের্দশ দিয়েছেন বিচারক।