বোনাসের দাবিতে আন্দোলনে সরব কুচলিবাড়ি থানার অন্তর্গত বংশীধাম চা-বাগানের শ্রমিকরা। বুধবারের পর বৃহস্পতিবারও দুপুর থেকে বিকেল পর্যন্ত বাগান ম্যানেজারের বাংলোতে গিয়ে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। শ্রমিকদের দাবি, "সরকারের নির্দেশ মতো একসঙ্গে ২০শতাংশ বোনাস প্রদান করতে হবে।" অপরদিকে বাগান কর্তপক্ষ জানায়, "অর্থনৈতিক সমস্যার জেড়ে তিনটি ভাগে ( প্রথমে ১০ শতাংশ, পরবর্তীতে ৫ এবং ৫ শতাংশ করে বোনাস দেওয়া হবে)।"