আসানসোলের গুরুনানক স্কুল প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, উপস্থিত বোরো চিয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বা প্রকল্প। সে মতে আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের ৮৪নং ওয়ার্ডের আসানসোলের গুরু নানক স্কুলে করা হলো আমাদের পাড়া আমাদের সামাধান কর্মসূচি। যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বোরো চিয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকার সহ অনেকে। কর্মসূচিটি সম্পন্ন হয় আজ বিকাল