এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের মজলিশপুরে, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সোমনাথ বর্মন, বয়েস আনুমানিক ২৫ বছর, বাড়ি কালিয়াগঞ্জের মজলিশপুরে। পরিবারের দাবী এদিন সকালে আচমকাই সে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। তবে কেনও সে এভাবে আত্মঘাতী হোলো তা বুঝে উঠতে পারছে না পরিবার বলে দাবী।