করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকে অধীনে লেবাছড়া এলাকার বাসিন্দার মমতাজ বেগম। উত্তর একছড়ি এডিসি ভিলেজের ডেপ্পাছড়া আব্দুল রহিম এর স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক, জানান প্রথম স্ত্রী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মমতাজ বেগম নামে এক মহিলা তার স্বামীকে ব্ল্যাকমেলিং করছে। তাদের সংসার নষ্ট করে দিচ্ছে মমতাজ বেগম।