গঙ্গা ফুলাহারের নদীর জলস্তর বাড়তে প্লাবিত হয়েছে রুহিমারি গ্রাম। তবে কিছুটা হলেও জলস্তর নদীর কমছে। তবে এখনো জল যন্ত্রণার সম্মুখীন হচ্ছে গোটা গ্রামের বাসিন্দারা। সর্বত্রই গ্রামের জল ঢুকেছে বহু পরিবার নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। পানীয় জল খাদ্য সহ বিভিন্ন রকম সমস্যায় ভুগছে এলাকাবাসী। তবে বাড়ি ঘরে থাকা শেষ সম্বল টুকু ছেড়ে আর অন্যত্র যাচ্ছেনা পরিবার গুলি। যার ফলে জল যন্ত্রণার মধ্যেই করুন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। সরকারিভাবে আরও ত্রাণের দাবি।