পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহিষাদল ব্লকের হলদি নদীর তীরে বাসখানা জালপায় গঙ্গার মত প্রভৃতি এলাকায় বছরের পর বছর চলছে বেআইনি বালি খাদান কেউ বলছেন তিন বছর আগে লাইসেন্স শেষ হয়ে গেছে অন্য কোম্পানির হয়ে বালি তুলছেন বালি খাদান এলাকায় ঘোরাফেরা কর্মীরা সাফাই তারা বালি খাদানের কেউ নয় নৌকা সারানো মিস্ত্রী|বিজেপির বক্তব্য শাসক দলের লোকেরা বালি চুরি করে রোজগার করছে এই চুরি বন্ধ হওয়া দরকার।তৃণমূল ইললেগাল কাজে জড়িতনয় এমনই বক্তব্য তৃণমূল বিধায়কের |