ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা কলেজ চত্বরে উদ্বোধন করা হলো পরিশ্রুত পানীয় জলাধারের। মঙ্গলবার দুপুর আনুমানিক একট নাগাদ ফিতে কেটে পরিশ্রুত পানীয় জলাধরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও মালদা কলেজের প্রিন্সিপাল মানস কুমার বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। মালদা কলেজের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের দাবি ছিল দীর্ঘদিনের।