Download Now Banner

This browser does not support the video element.

রঘুনাথপুর ২: সাঁওতালডিহির BCW ফাঁড়ি মাঠে আদিত্য চক্রবর্তী ও রবিলোচন মাহাতর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেললেন বিধায়ক

Raghunathpur 2, Purulia | Aug 31, 2025
পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের সাঁওতালডিহির BCW ফাঁড়ি মাঠে রবিবার চারটি ফুটবল দলকে নিয়ে আয়োজিত হল আদিত্য চক্রবর্তী ও রবিলোচন মাহাতর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট।এদিন এই টুর্নামেন্টে সুরেশ একাদশ, সুনীল একাদশ, মানিক একাদশ ও সঞ্জয় একাদশ চারটি ফুটবল দল অংশ গ্রহণ করেছিল।চারটি ফুটবল দলের খেলোয়াড়দের বয়স 40বছরের উদ্ধে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। টুর্নামেন্টে সুরেশ একাদশকে ২-০গোলে পরাজিত করে সুনীল একাদশ টুর্নামেন্টের সেরা হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us