মুর্শিদাবাদ জেলার ভাগীরথী ব্রিজে টোটো ও পণ্যবাহী লড়ির সংঘর্ষ। ঘটনার জেরে গুরুতর আহত টোটো চালক সহ ৩ যাত্রী। শনিবার বিকেলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে উত্তরপাড়ার দিকে যাত্রীবাহী টোটোটি যাওয়ায় সময় অপর দিকে আসা পণ্যবাহী লড়িটির ভাগীরথী ব্রিজে টোটো ও পণ্যবাহী লরির সংঘর্ষ হয়। ঘটনা খুবই কটস্থলে পৌঁছে বহরমপুর থানা পুলিশ। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার জন্য।