Rajarhat, North Twenty Four Parganas | Sep 30, 2025
অষ্টমীর বিকেলে শহরতলির দুটি পুজো মন্ডপে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। এদিন দুটি মণ্ডপ খোশ মেজাজে ঘুরে দেখেন মেয়েকে সঙ্গে নিয়ে। মঙ্গলবার বিকেলে প্রথম দমদমের জয়শ্রী দুর্গা পূজার মণ্ডপ দেখতে যান অভিষেক। এরপর সেখান থেকে যান বাগুইআটির অশ্বিনী নগর বন্ধু মহলের পুজোয়। দুটি পুজো মন্ডপের সামনে প্রচুর মানুষ ভিড় জমান অভিষেককে দেখতে।