নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে পশ্চিম রতনপুর এলাকা জুড়ে। ক্রমাগত ভাঙ্গনে গ্রামের একটা অংশ ইতিমধ্যেই নদী গিলে খেয়েছে। অত্যন্ত তীব্র গতিতে এই ভাঙ্গনের জেরে মানুষ আতঙ্কে রয়েছে। বাঁধ ভেঙেছে বাড়িঘর তলিয়ে যাচ্ছে এই অবস্থায় এলাকা ছাড়ছে পরিবারগুলি। দুর্যোগের চরম অবস্থার জেরে বহু পরিবারের বাড়িঘর চোখের নিমেষে তলিয়ে যাচ্ছে। প্রশাসনের তরফে ভাঙ্গন আটকাতে যে ধরনের কাজ করা হয়েছিল সব কাজেই যেন ব্যর্থ হয়েছে। কাজের অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে ক্রমাগত ভাঙ্গন চলছে।