টানা ৫ দিন ধরে জলমগ্ন মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্ৰাম পঞ্চায়েতের একাধিক এলাকা। একাধিক বসত বাড়ি থেকে বিঘার পর বিঘা কৃষি জমি সবকিছুই এখন জলের তলায়। মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছর বর্ষাকালে কোপাই নদীর জলে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। বর্তমান বর্ষায় ধান চাষ করা হয়েছিল কয়েক হাজার বিঘা জমিতে। তবে বর্তমানে সেই সব জমিই জলের তলে থাকার ফলে ধান পচে যাওয়ার আতঙ্কগ্রস্ত চাষিরা।