Rajarhat, North Twenty Four Parganas | Aug 23, 2025
রাজ্য সরকারের উদাসীনতা ও আসহযোগিতার অভিযোগে এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রোর কাজ ব্ন্ধ আছে বলে অভিযোগ বিজেপির। চিংড়িহাটা মোড়ের ৩৬৬ মিটার এর কাজ ব্ন্ধ। সেই কারণে আজ বিজেপি বিধান নগর এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় চিংড়িহাটা মোড়ে। তাদের দাবী, মেট্রো রেল বিকল্প রাস্তা করে দেওয়ার পরেও সেই রাস্তা ব্যবহার না করে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের আসহযোগিতায় ৩৬৬ মিটার মেট্রো রেলের সমপ্রসারণ হচ্ছে না।