অভিযোগ গতকাল রাতে কুলগাছি এলাকায় একটি বেসরকারি মাইক্রো ফাইন্যান্স অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতী। এরপর একাধিক ড্রয়ার ভেঙে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা সহ অফিসের প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রাংশ লুট করে পালায়। সকালে ঘটনাটি দেখতে পেয়ে ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।