রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি পাড়ায় সমাধান,প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকার উন্নয়নের কাজ।আমাদের পাড়া আমাদের সমাধান,কর্মসূচি করতে দেখা গেল আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মাজুরহাটি, গোপীনাথ বাটি,গাছগেড়া,জুতারগেড়া, ধামসাই, এবং উচাহারের উত্তর দক্ষিণ পাড়ায় সমাধান কর্মসূচি