কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে অপারেশন থিয়েটারে আগুন লাগার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সন্ধ্যায় হঠাৎই ওটির সামনের ইলেকট্রিক প্যানেল বোর্ড থেকে ধোঁয়া বেড়োতে দেখেন কর্মীরা। তৎক্ষণাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দমকলে খবর দেওয়া হয়। ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।