মালপুরসভার ছয়নং ওয়ার্ডের ডেলিমার্কেটে নালা নিকাশির ব্যবস্থা নাথাকায় নোংরা জল জমে গিয়ে দুষন ছড়াচ্ছে। সাথে মশা মাকড়ের উপদ্রব বেড়ে গিয়ে জ্বর ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। উল্লেখ্য এই ওয়ার্ডের ডেলিমার্কেটে কোন নালা নিকাশির ব্যবস্থা নেই।যে নালা রয়েছে সেই নালা গুলোও পুরসভা থেকে ঠিক মত পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ তুলেছেন সেই এলাকার পুরবাসীরা। ফলে নোংরা জল যেতে না পেরে একটা জায়গায় জল দাড়িয়ে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।