দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে এলাকার মানুষজন ছাড়াও বহিরাগত মানুষজনের সমাগম হয়ে এই কপিলমুনি মন্দিরে পূজা দেওয়ার জন্য। তবে পুজো দেওয়ার আগে কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র তে পূর্ণ স্নান করেন তখন কোন সমুদ্রে তলিয়ে না যায় সেদিকে কথা মাথায় রেখে আজ সকাল থেকেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলল জলপথের নজরদারি।।