কেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার বেহাল দশা। সেই খবর দেখিয়েছিলাম আমরা পাবলিক নিউজ এর পর্দায় ২৩শে আগস্ট। তারপর রাস্তার সেভাবে কাজ করতে দেখা গেল না। এক টোটো চালককে প্রশ্ন করলে। টোটো চালক বলেন সেভাবে কাজ করতে দেখতে পাওয়া যাইনি। কেবলমাত্র জিসিবি দিয়ে উঁচু-নিচু গর্ত গুলোকে সমান করা হয়েছে। আমরা পাবলিক নিউজ এর পর্দায় আজ আবার ওই রাস্তার ছবি তুলে ধরলাম